সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : দুর্র্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার (২১নভেম্বর) বেলা ১১টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসাইন এর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন এড্ভোকেট, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু বকর সিদ্দিক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি যথাক্রমে পারভীন আখতার রেবা, হযরত আলী, উদীচির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিপুল হোড়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এড. কে বি এম আমিনুল ইসলাম খাইরুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তোফাজ্জল হোসেন, কৃষকলীগ সভাপতি ওসমান গণি, যুবলীগ সভাপতি মো. রুহুল আমিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামরুজ্জামান জামান, ছাত্রলীগ সভাপতি হারুন অর রশিদ হারুন, শিক্ষক মো. জাকির হোসেন, মাও. আনিসুর রহমান। অন্যান্যদের মধ্যে অংশ গ্রহণ করেন সহকারী কমিশনার (ভুমি) আফরোজা আখতার, আলম এশিয়া পরিবহণ প্রাঃ লিঃ এর চেয়ারম্যান এড. ইমদাদুল হক সেলিমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। পরিচালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল ইসলাম খান। উল্লেখ্য যে, ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আল-হেরা একাডেমী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানব বন্ধনে অংশ গ্রহন করেন।