বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৫ পূর্বাহ্ন
মশিউর রহমান, গৌরীপুর : ‘দুর্নীতি করবো না, দুর্নীতি সইবো না’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার (১০ অক্টোবর) বেলা ১১টায় স্থানীয় পাবলিক হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান ও সাধারন সম্পাদক আজিজুল হক ফজলুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, প্রাণি সম্পদ কর্মকর্তা আবু সাঈদ সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আজম জহিরুল ইসলাম, সদস্য মোঃ ইউসূফ আলী সহ উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।