ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা হিসাব রক্ষণ অফিসে দুই অডিটরের মধ্যে উচ্চবাচ্যের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। উচ্চবাচ্যের আওয়াজে রাস্তার লোকজনও ছুটাছুটি করে অফিসে জড়ো হয়।
অফিসে বিল পাস করতে আসা কয়েকজন জানান, হিসাব রক্ষণ অফিসে ভাগ-বাটোয়ারা নিয়ে অডিটর মো. জসিম উদ্দিন ও জুনিয়র অডিটর মেজবাহ এর মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল। হঠাৎ আজকে মাসের প্রথম দিন এর বিস্ফুরণ ঘটে। পরে উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো. মকবুল হোসেনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জুনিয়র অডিটর মেজবাহ জানান, উনি আমার সিনিয়র অফিসার বেশ ক’দিন যাবত আমার সাথে অসদাচরণ করে আসছেন এবং আজকে (বুধবার) আমাকে ঠ্যাং ভাংগার ভয় দেখান। তখন আমিসহ সেবা গ্রহিতারা ক্ষেপে উঠেন।
জসিম উদ্দিন জানান, আমার স্বাক্ষর ছাড়া তারা বিল পাস করছে, কোন অকারেন্স ঘটলে আমাকেও জবাব দিহি করতে হবে।
উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো. মকবুল হোসেন জানান, রেজিস্ট্রার নিয়া তাদের দু’জনের মধ্যে ভুল বুঝাবুঝি ও কথা কাটাকাটির এক পর্যায়ে এ রকম ঘটনা হয়েছে। তবে এটি অত্যন্ত দু:খজনক।
আপনার মতামত লিখুন :