বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ পূর্বাহ্ন
আব্দুল কাদের আকন্দ, ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : ফুলবাড়ীয়া মাদ্রাসা কেন্দ্র-২ এর একজন পরীক্ষার্থী মঙ্গলবার (৯ফেব্রুয়ারি) আরবী ২য় পত্র পরীক্ষার দিন সকালে কন্যা সন্তানের মা হয়েছেন বলে জানা গেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার ১৩নং ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর নামাপাড়া খাতামুন্ননাবীয়ীন মহিলা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী শেফালী আক্তার।
খোঁজ নিয়ে জানা যায় ২ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দাখিল পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ৩টি পরীক্ষায় অংশ করেছিল সে। আরবী ২য় পত্রের পরীক্ষার জন্য প্রতিদিনের ন্যায় প্রস্তুতিও নিয়েছিল শেফালী। হঠাৎ গভীর রাতে তলপেটে ব্যথা শুরু হয় অবশেষে ভোরে শেফালী আক্তার এক কন্যা সন্তানের জন্মদেন। গতকাল মঙ্গলবার সকালের পরীক্ষায় একজন অনুপস্থিত কারণ খতিয়ে দেখার শুরুতেই চিহিৃত হয় সে ভবানীপুর নামাপাড়া খাতামুন্ননাবীয়ীন মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসা সূত্রে জানা যায় সে পরীক্ষা দিতে আসবে না কারণ শেফালী কন্যা সন্তান প্রসব করেছেন। পরিবার সূত্রে আরও জানা যায় মা শেফালী আক্তার ও নতুন অতিথি দু’জনই সুস্থ আছেন। একই উপজেলার ১২নং আছিম পাটুলী ইউনিয়নের রামনগর গ্রামে তার বিয়ে হয়।