সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ন
ত্রিশাল সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশালের জিরো পয়েন্ট নজরুল বিশ্ববিদ্যালয় বাইপাস মোড়ে সড়ক পারাপারের সময় মাইক্রোবাস চাপায় আতাউল করিম প্রিন্স (৫২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানায়, আতাউল মোটরসাইকেলে যোগে সড়ক পারাপারের সময় পেছন থেকে একটি মাইক্রোবাস চাপা দেয়। এতে তিনি ও তার মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতাউলকে মৃত ঘোষণা করে।
মোটরসাইকেল চালক ওয়াসিম (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।