ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ইউএনও রাশেদুল ইসলাম নিহত, আহত-১


প্রকাশের সময় : মার্চ ২৯, ২০১৬, ৩:৩৫ PM / ৫৭
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ইউএনও রাশেদুল ইসলাম নিহত, আহত-১

এইচ.এম জোবায়ের, ত্রিশাল থেকে : ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে ত্রিশাল উপজেলার বইলর নূরুর দোকান 1917894_1694155817504730_5657710602623664239_nনামকস্থানে বাস চাপায় মোটরসাইকেল আরোহী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম (৪২) নিহত হয়েছেন। তিনি ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ী গাজীপুর জেলার শ্রীপুর পৌর সভার উপজেলায়। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

স্থানীয়, হাসপাতাল ও ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে উপজেলার বইলর ইউনিয়নের হদ্দেরভিটা গ্রামে সরকারী কাজে যাচ্ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম। এ সময় নূরুর দোকান নামকস্থানে পৌছিলে ময়মনসিংহগামী পদ্মা গেইটলক নামক একটি লোকাল বাস (যাহার নং ময়মনসিংহ-ব-১০৩) মোটরসাইকেলকে চাপা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও মোটরসাইকেল চালক উপজেলা ভূমি অফিসের কর্মচারী আবু নসর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম (৪২) এর মৃত্যু হয়। এ ছাড়াও মোটরসাইকেল চালক উপজেলা ভূমি অফিসের কর্মচারী আবু নসর গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটানার সংবাদ পেয়ে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি.এম সালাহ উদ্দিন, জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী, ময়মনসিংহ রেঞ্চের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মইনুল হক, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান।
ত্রিশাল থানার পুলিশের উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের মৃত্যুর খবরে উপজেলা প্রশাসনসহ ত্রিশালে নেমে আসে শোকের ছায়া। নিহত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের গ্রামের বাড়ী গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে। সূত্র জানায় আজ (মঙ্গলবার) রাত ১০টায় স্থানীয় নজরুল ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এবং কাল (আজ) গ্রামের বাড়ী শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে ২য় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।