মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে বিপুল পরিমাণ জিহাদী বই ও লিফলেট সহ জামায়াত নেতাকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশাল থানাপুলিশ সুত্রে জানাযায় শুক্রবার রাতে উপজেলার রামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক ও রামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আনিছুর রহমানকে (৩৭) আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমান জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
ত্রিশাল থানা অফিসার ইনচার্য মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত নেতা আনিছুর রহমানকে আটক করা হলে তার কাছে বিপুল পরিমাণ জিহাদী বই পাওয়া যায়। ত্রিশাল থানায় তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।