রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৬ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : শুক্রবার বাদ জুমআ ক্বারী আবুল মানছুর মেমোরিয়াল নূরানী হিফজুল কুরআন মাদ্রাসায় নূরানী, নাজেরা, হিফজুল বিভাগের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসন্ন ইউপি নির্বাচনে ১নং ধানীখোলা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জননেতা হাবিবুর রহমান হাবিব (নৌকা)। এতে সভাপতিত্ব করেন কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ বিন সুরুজ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শায়েখ মোঃ উমর ফারুক ত্রিশালীর পরিচালনায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ খায়ের, পরিচালনা কমিটির যুগ্ন সম্পাদক মুঞ্জুরুল হক, সদস্য আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম, আবেদ আলী, দেলোয়ার হোসেন, মেম্বার প্রার্থী সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, যুব সংঘের দেলোয়ার হোসেন প্রমুখ। মাদ্রাসার পক্ষ থেকে বই পুরস্কারের পাশাপাশি চেয়ারম্যান প্রার্থী প্রথম স্থান অধিকারীকে ৫০০/- টাকা হারে, ২য় স্থান অধিকারী ৩০০/- টাকা হারে এবং ৩য় স্থান অধিকারীকে ২০০/- টাকা হারে এককালীন অনুদান প্রদান করেন।