সোমবার, ২৯ মে ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামে মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিন (৪৫) নিহত হন। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। আহতরা হলেন উল্লেখিত ইউনিয়নের গুজিখা গ্রামের আল আমিন (৩০), মানিক (৩২), রিংকু (২২), নওগা গ্রামের সাইদুর (৩৫), রমজান (৪৫), আবু চাঁন (২৫), আপন (১৯), আজিজুল (৩০) ও পথচারী শিশু রাসেল (১০)। আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উক্ত হামালার সাথে জড়িত তাজ্জত আলী (৪৫) ও নবী হোসেন (৫৫) নামে ২ জনকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
স্থানীয় লোকজন জানায়, সোমবার গভীর রাতে নওগার তাজ্জত আলীর অটো রিক্সার চালক মোহাম্মদকে এলাকায় সন্দেহ জনকভাবে ঘুরাফেরা করতে দেখায় জালাল উদ্দিন জিজ্ঞাসাবাদ করে। এতে তাজ্জত আলী ক্ষিপ্ত হয়ে পরদিন দুপুরে দলবল নিয়ে গুজিখা গ্রামে জালাল উদ্দিনের বাড়ীতে সশস্ত্র হামলা চালায়। এসময় সংঘর্ষে জালাল উদ্দিন সহ উভয় পক্ষের ১০ জন গুরুতর আহত হয়। আহত জালাল উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। সহকারি পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোর্শেদুল হাসান খান এ ঘটনায় জড়িত ২ জনকে আটকের সততা নিশ্চিত করে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।