রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সামনে রাতে দোকান খোলা রাখার অজুহাতে রবিবার (২ অক্টোবর) দিবাগত রাতে এখলাছ উদ্দিন (৩২) নামে এক চায়ের দোকানদারকে বেধড়ক পিঠিয়ে আহত করার অভিযোগ ওঠেছে গৌরীপুর থানার এস আই খালেদুজ্জামানের বিরুদ্ধে। আহত দোকানদার বর্তমানে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন রয়েছে। উপজেলার গাভীশিমুল গ্রামের মমতাজ আলীর পুত্র এখলাছ উদ্দিন জানায় ঘটনার দিন রাতে দোকানদারী শেষে দোকান বন্ধ করতে ছিল। এসময় গৌরীপুর থানার এস আই খালেদুজ্জামান ও সঙ্গীয় পুলিশ অতর্কিতে তাকে পিঠিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন জানায় এস আই খালেদুজ্জামানের বিরুদ্ধে নিরীহ মানুষকে বিভিন্ন সময়ে তুচ্ছ অজুহাতে পিঠিয়ে আহত করার অসংখ্য অভিযোগ রয়েছে। গত মাসে গৌরীপুর হাসপাতাল এলাকায় চায়ের দোকানদার আব্দুল হান্নান, আয়ূব আলী, রিক্্রা চালক আঃ হামিদ ও পৌর শহরে উপজেলা পরিষদ সংলগ্ন চায়ের দোকানদার অজিত চন্দ্র সরকারের পুত্র কলেজ স্টুডেন্ট বাসু দেবকে পিঠিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠেছে এস আই খালেদুজ্জামানের বিরুদ্ধে। এব্যাপারে এস আই খালেদুজ্জামান জানান আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পৌর শহরে গভীর রাতে দোকান বন্ধ রাখার জন্য তাদেরকে ইতোপূর্বে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা পুলিশের নির্দেশ অমান্য করে গভীর রাত পর্যন্ত দোকান পরিচালনা করে আসছিল। ঘটনার দিন রাতে হাসপাতাল গেইটের সামনে চায়ের দোকানদার এখলাছ মিয়া পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে দৌঁড় দিয়ে নিজে নিজেই আহত হয়েছে বলে মন্তব্য করেন ওই পুলিশ কর্মকর্তা।