মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন

তাহমিনা জেনারেল হাসপাতাল : ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

401

জাহিদুল ইসলাম খান, ভালুকা : ময়মনসিংহের ভালুকা পৌরসদরের তাহমিনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনিস্টিক সেন্টারে সিজার করাতে এসে ডাক্তারের ভুল অপারেশনের কারনে মঙ্গলবার রাতে (৪অক্টোবর) মুক্তিযোদ্ধার কন্যা আছমা আক্তার(২২)নামে অনার্স পড়ুয়া এক প্রসূতি মায়ের মর্মান্তিক মৃত্যু অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় নিহতের পিতা আবু তালেব মৃধা বাদি হয়ে ডাঃ মোশারফ হোসেন ও অজ্ঞাত আরও ২জনের নামে ভালুকা মডেল থানায় হত্যা মামলা (নং ৯/ ০৫/১০/১৬ ইং) দায়ের করেছেন।

জানাযায়, মঙ্গলবার দুপুরে উপজেলার সাতেঙ্গা গ্রামের আলী আকবর মানিকের স্ত্রী আছমা খাতুনের প্রসব ব্যথা দেখা দিলে তাকে তাহমিনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনিস্টিক সেন্টারে নিয়ে আসেন। ক্লিনিকের মালিক ডাঃ মোশারফ হোসেন রোগীর স্বজনদের বলেন, জরুরী ভিত্তিতে তাঁর অপারেশন লাগবে। রোগীর অভিভাবকরা অপারেশনের অনুমতি দিলে মঙ্গলবার সকাল ১০টার দিকে ডাঃ মোশারফ হোসেন অপারেশন করলে আছমা কন্যা সন্তানের জন্ম লাভ করেন। অপারেশনের পর আছমার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় ডাঃ মোশারফ হোসেন পরপর দুই বার অপারেশন করে বলে রোগীর স্বজনরা অভিযোগ করেন। পরে ক্লিনিকের লোকজন রোগীর স্বজনকে বলেন জরুরী ভিত্তিতে এম্বুলেন্স আনার জন্য রোগিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপাতালে ট্রান্সফার করা হবে। পরে ময়মনসিংহ নেওয়ার পর ডাক্তার আছমাকে মৃত ঘোষণা করেন কতর্বরত চিকিৎসক।
ক্লিনিকের পরিচালক মোতাহার হোসেন রিপন ও ডাঃ মোশারফ হোসেনের মোবাইলে বারবার কল করলেও ফোন রিসিভ করেন নি।

২০০৫ সাল থেকে এ পর্যন্ত ডাঃ মোশারফ হোসেনের হাতে ভুল চিকিৎসায় অন্তত ১০জন রোগী মারা যাওয়ার অভিযোগ স্থানিয়দের।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হজরত আলী জানান, মামলা হয়েছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বহী অফিসার কামরুর আহসান তালুকদার জানান, মামলা দায়ের হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ জাহিদুল ইসলাম খান

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman