তারাকান্দা : চৌকস ও বিচক্ষণ পুলিশ অফিসার আবুল খায়ের তারাকান্দা থানায় যোগদানের পর থেকে একের পর অভিযান অব্যাহত রেখেছেন। ধারাবাহিকতায় থানা অফিসার ইনচার্জ (ওসি) এর দিক নির্দেশনায় এবার ৫শ গ্রাম গাঁজা সহ ৩ জন এবং ওয়ারেন্টভুক্ত, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত দু’জনকে গ্রেফতার করে পৃথক টিম। মঙ্গলবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজা সহ মাদক কারবারি মহব্বতপুর গ্রামের মৃত আমছর উদ্দিন ওরফে আনছার আলীর পুত্র হামিদুল ইসলাম ওরফে গোপনকারী (৫৮), কামারিয়া গজারিয়াপাড়া গ্রামের মৃত হাছেন আলী মুন্সির পুত্র হাতেম আলী (৫৯) গ্রেফতার করা হয়।
পিতা-মাতার ভরণ পোষণ আইনের মামলায় কামারিয়া চৌরাস্তা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মোঃ মুনসুর আলী (২১) কে গ্রেফতার করা হয়।
ওয়ারেন্টভুক্ত আসামী রাজদারিকেল গ্রামের মৃতঃ শামছুদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (৩৫) এবং ০১ বছরের সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী নগুয়া নির্বাচনী বাজার এলাকার মৃতঃ লোকমান আলীর পুত্র মোঃ গোলাম হোসেন কে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তারা তারাকান্দা থানার বাসিন্দা।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, চিহ্নিত ও অভিযুক্ত অপরাধীদের ক্ষেত্রে পুলিশ আপোষহীন। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো ট্রলারেন্স। সোমবার রাত আটটা থেকে বারোটা পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের নিজ নিজ গ্রাম থেকে গ্রেফতার করে আজ মঙ্গলবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :