বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : আবারও তারাকান্দা থানা পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহন মিয়া ও ওয়ারেন্ট ভূক্ত চার আসামি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের ১৭ সেপ্টেম্বর বিজ্ঞ কোর্টে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন তারাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল।
থানা সূত্রে জানা যায়, পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারাকান্দা থানা এলাকা সহ বিভিন্ন স্থানে মোহন মিয়া নামীয় ব্যক্তি ইয়াবা বিক্রি করে আসছে বলে খবর আসে। সে থেকে তার উপর পুলিশী নজরধারী বৃদ্ধি করা হয়। শেষ পর্যন্ত ১৬ সেপ্টেম্বর রাতে বিক্রির সময় ৮শ পিস ইয়াবা সহ হাতে নাতে মোহন মিয়া (২৬) কে গ্রেফতার করা হয়। থানা এলাকার সিংহের কান্দা গ্রামের মৃত: রুস্তম আলীর পুত্র মোহন মিয়া।
একই দিন রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে থানা এলাকার ৬ মাসের সাজা হওয়া ওয়ারেন্টভূক্ত আসামি মোস্তফা পিতা: আ: ছালাম সাং কলহরি, সিআর ওয়ারেন্টভূক্ত আসামি মো: হুমায়ুন কবির, পিতা: মোহাম্মদ আলী, মো: রফিকুল ইসলাম, পিতা: মোহাম্মদ আলী, মো: আবু তালেব, পিতা: মোহাম্মদ আলী সাং সানুড়া কে গ্রেফতার করা হয়।