সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:০২ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এই প্রথম উইকেটশূন্য থাকলেন বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান। আগের ম্যাচগুলোতে বল হাতে দলকে সাফল্য এনে দেয়ার পাশাপাশি মুস্তাফিজুর রহমান নিজের ঝুলিকেও করেছেন সমৃদ্ধ। সানরাইজার্স হায়দরাবাদের এই বাংলাদেশি পেসার দলের দশম ম্যাচে ছিলেন উইকেটশূন্য। এতে করে তার শীর্ষ স্থানটি অধিকার করা হলো না। তবে তার দল হায়দরাবাদ জিতেছে ৪ রানে।
মঙ্গলবার বিশাখাপত্তমে অনুষ্ঠিত ম্যাচে ধোনির পুনে যেন পণ করেছিল, আর যা-ই হোক, মুস্তাফিজকে উইকেট দেবেন না। সেটা তারা পেরেছেন। মুস্তাফিজ উইকেটশূন্য থাকলেও, বল হাতে যথেষ্টই মিতব্যয়ী ছিলেন। চার ওভার বল করে ২৬ রান খরচ করেছেন এই বাঁহাতি পেসার।
এদিন উইকেট না পেলেও ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মুস্তাফিজ। কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল ও শেন ওয়াটসন, হায়দবাদের ভুবনেশ্বর কুমার ও মুম্বাই ইন্ডিয়ান্সের মিচেল ম্যাকক্লেনাগান ১৪ উইকেট করে নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন