রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৬ পূর্বাহ্ন

তফসিল ঘোষণার আগেই প্রচারণা

nirbachhon1ফুলবাড়ীয়া নিউজ 24 ডটকম : তফসিল ঘোষণার আগেই নির্বাচনের হাওয়া বইছে দিনাজপুরের পৌরসভাগুলোতে। দলীয় মনোনয়ন ও ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্তসম্ভাব্য প্রার্থীরা। প্রথমবারের মতো দলীয় ব্যানারে নির্বাচন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা। তবে, নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি ও জাতীয় পার্টির নেতারা।

তফসিল ঘোষণা না হলেও, নির্বাচনের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জনপদ দিনাজপুরের তিনটি পৌরসভায়। নির্বাচন কমিশনের ঘোষণার পরপরই মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। অলি-গলিতে শুভেচ্ছা সংবলিত পোস্টার-ব্যানারে প্রার্থিতা জানান দিচ্ছেন তারা।

পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে দৌড়-ঝাঁপে ব্যস্ত তারা। তবে, দলীয় ব্যানারে পৌরসভা নির্বাচনের সিদ্ধান্তে ভোটারদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এ সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দাবি করছেন আওয়ামী লীগ নেতারা। আর ক্ষমতার প্রভাব বিস্তারের পাশাপাশি তৃণমূলে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা করছে বিএনপি ও জাতীয় পার্টি।

তবে দিনাজপুর সরকারি কলেজের গবেষক ও সহযোগী অধ্যাপক ড. মাসুদুল হকের মতে, হঠাৎ দলীয় প্রতীকে নির্বাচন স্থানীয় সরকার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারে।

মেয়াদ শেষ হওয়া দিনাজপুর পৌরসভায় এক লাখ ১৩ হাজার, পার্বতীপুর পৌরসভায় ৩৪ হাজার ৩০০ ও ফুলবাড়ী পৌরসভায় ২৫ হাজার ৭০০ ভোটার রয়েছে।
সূত্র- আমাদের সময়

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman