ঠিকানার বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন


প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০১৬, ৩:৩৪ PM / ২০০
ঠিকানার বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

300ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মঙ্গলবার (২আগস্ট) রাঙ্গামাটিয়া ইউনিয়নে ‘বাঁচাও বন, বাঁচাও দেশ, গাছে গাছে বাংলাদেশ’ এই স্লোগানের আলোকে ‘স্বেচ্ছাসেবী সংগঠন ঠিকানা’ এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি সেলিম হোসাইন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আবুল মহসীন, সিনিয়র শিক্ষক মকবুল হোসেন, মাকসুদুর রহমান, রাঙ্গামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, সহ-সভাপতি আব্দুল আলীম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা আক্তার প্রমুখ। পরিচালনা করেন সংঠগনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (তুহীন)। কর্মসূচীতে অত্র ইউনিয়নের ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের অর্থায়নে বিনামূল্যে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করা হবে।