ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : গাড়ীর লাইসেন্স না থাকায় ফুলবাড়ীয়া বাজারের মেইন রোডে এক ট্রাক ড্রাইভারকে (চালক) জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা ১১টায় আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া সিদ্দিকা।
ময়মনসিংহ শহরের আকুয়া চৌরঙ্গির মোড় এলাকার আহমদ আলীর পুত্র রফিকুল ইসলাম ট্রাক ভর্তি ইট নিয়ে ফুলবাড়ীয়া বাজারের উপর দিয়ে যাওয়ার পথে ভ্রাম্যমান আদালতের সম্মুখিন হন। গাড়ীর নম্বর (ঢাকা মেট্রো- ট- ১৪-৬২৮৪) থাকলেও আদালতকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বললে চালক দেখাতে ব্যর্থ হন। পরে তাকে ২হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী ১৫দিনের মধ্যে লাইসেন্স না করলে নিয়মিত মামলা হবে বলে আদালত জানিয়ে দেন।
আপনার মতামত লিখুন :