বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্ন
গৌরিপুর প্রতিনিধি : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে (৩০ জুন) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী অবসর প্রাপ্ত নৌ-বাহিনীর সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম (৪২) নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গৌরীপুর থেকে কলতাপাড়াগামী মটরসাইকেল আরোহী ওই নৌ বাহিনীর সদস্য রাস্তা অতিক্রম করছিলেন। এ সময় ময়মনসিংহ গামী (কুষ্টিয়া ট ১১-১৬৭১) মালবোঝাই ট্রাক চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত সাবেক নৌ সদস্য গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের কামারজানি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। চালকসহ ঘাতক ট্রাকটিকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।