রবিবার, ০৩ Jul ২০২২, ০৭:৫৫ অপরাহ্ন
ওবায়দুর রহমান, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গৌরীপুর উপজেলা শাখা। রোববার বিকালে পৌর শহরের হারুন পার্ক এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচি থেকে টিসিবির গাড়ি , দোকানের সংখ্যা ও পণ্য সরবরাহ বৃদ্ধি, স্থায়ী রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, ঈদের আগে শ্রমিক কর্মচারীদের বেতন- বোনাস ও বকেয়া পরিশোধ সহ বিভিন্ন দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মোতাহার হোসেন, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী, সহ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সিপিবি পৌর কমিটির সম্পাদক ওবায়দুর রহমান, সিপিবি শ্যামগঞ্জ শাখার সম্পাদক মোঃ শহীদুল্লাহ, উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, উদীচীর সাধারণ সম্পাদক আলী আশরাফ আবীর, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনামমুল হাসান অনয়।