ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ফুলবাড়ীয়া উপজেলার নাওগাও ইউনিয়নের রাঙ্গামাটিয়া জয়না মার্কেটে খতিয়ান নং এস এ ১৬৩, দাগ নং- ৫০০ পরিমাণ ৮৩শতাংশ জমি ১৮/০৩/২০১৫ইং তারিখে প্রাপ্ত প্রাথমিক ডিক্রি কে চুড়ান্ত ডিক্রি রূপান্তর করা হলে ৯/৫/২০১৬সালে এসএ খতিয়ান ১৬৩ এসএ দাগনং ৫০০ জমির পরিমাণ ৩৬শতাংশ। স্বাক্ষী ১। সোহেল, পিতা- মো. আকরাম হোসেন, ২। মো. শাহজাহান, পিতা মো. মোছলেম উদ্দিন, ৩। মো. আব্দুস ছামাদ, পিতা আকতার ফকির সর্বসাং রাঙ্গামাটিয়া, উপজেলা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহ সহকারী জজ আদালত এর মাধ্যমে সুকেস দাগ টুলী উক্ত তফসিলকৃত জমি বাদী পক্ষগণকে ডাকঢোল পিটিয়ে লাল নিশান পুতে ডিক্রিপ্রাপ্ত ১। মো. নজিবুল্যাহ ২। আবুল হোসেন ৩। মোহাম্মদ আলী ৪। আনোয়ারা বেগম সর্বপিতা বাবুর আলী, সাং- রাঙ্গামাটিয়া, পোঃ বাবুলের বাজার, উপজেলা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহ কে বুঝিয়ে দেন। ডিক্রি প্রাপ্ত জমি তফসিলে বর্ণিত মোহাম্মদ আলী গং মো. লোকমান আলী (৫৬), পিতামৃত হাছেন আলী সাং নাওগাও, উপজেলা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহ এর নিকট বিক্রির প্রস্তাব করায় চৌহদী উত্তরে পাকা রাস্তা, দক্ষিণে দাতা নিজ, পশ্চিমে ফজলু গং, পূর্বে কবরস্থান এসএ খতিয়ান ১৬৩, বিআরএস খতিয়ান ৭১৫ জমির পরিমাণ ৩৬শতাংশ কাতে ১০শতাংশ জমি ক্রয় করে।
ক্রয়কৃত জমি লোকমান আলী কে মোহাম্মদ আলী গং মাফ ঝোঁক দিয়ে বুঝিয়ে দিলে উক্ত তফসিলকৃত জমিতে লোকমান আলী গং ভোগ দখলে নিয়া ৩২/৮হাত একটি টিনের ছাফরা ঘরে ৫০/১৬হাত লম্বা বসত ঘরে পাকা ঘর নির্মানের সমস্ত মালামাল রেখে ঘরের কাজ আরম্ভ করে। উক্ত জমি ডিক্রিতে পরাজিত আসামীগণ জামিনে এসে ২৭/০৫/২০১৬ দিবাগত রাত ২ঘটিকার সময় স্থানীয় সন্ত্রাসী হিসেবে পরিচিত ১০লক্ষ টাকা চাঁদা না দেযায় ১। মো. আঃ রাজ্জাক (৪০) পিতা মো. আয়েন আলী, ২। সোহেল মিয়া (৩৫) পিতা ছোহরাব আলী ওরফে চৌধুরী, ৩। মো. আয়ুব আলী (৩৮) পিতা- মো. আব্দুল মজিদ, ৪। স্বপন মিয়া (৩৫) পিতা মো. গহর আলী, ৫। দুলাল মিয়া (৩০) পিতা মো. আছর আলী, ৬। আনিছুর রহমান (২০) পিতা মো. আব্দুর রাজ্জাক সর্বসাং রাঙ্গামাটিয়াসহ ৭/৮জন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তফসিলে বর্ণিত জমির উপর নির্মিত ইটের ভর ভেঙ্গে প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত করে। সন্ত্রাসীরা এসময় প্রায় লক্ষাধিক টাকার নির্মাণ সামগ্রীর মালামাল লুট করে করে নিয়ে যায়। এ বিষয়ে ফুলবাড়ীয়া থানায় একটি মামলাও দায়ের হয়েছে। মামলা নং- ১৮, তারিখ- ১৯/০৫/২০১৬। ফুলবাড়ীয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইটের ঘর ভাঙ্গার পর সেখানে একটি টিনের ছাফরা তুলা হলে আসামীরা জামিনে এসে সেই টিনের ছাফরা ঘরটিও ভেঙ্গে ফেলে। এ বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবুল খায়ের কে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :