বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন

জোনাল অফিসকে ডিঙিয়ে আছিমের সাব জোনাল অফিস সেরা

ময়মনসিংহ : সফলতার মূলমন্ত্র, কর্মস্থলে নিজেকে কর্মীভাবা এবং সহকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। সেই মন্ত্রে উজ্জীবিত ময়মনসিংহ পল্লী বিদ্যৎ সমিতি-১ এর আওতাধীন সকল অফিস লালন করলেও চুলচেরা বিশ্লেষণে আছিম সাব জোনাল অফিস প্রথম স্থান অর্জন করেছে।
শনিবার (৮ জুলাই) সমিতির সদর দপ্তর মুক্তাগাছায় জুলাই মাসের স্টাফ মিটিং অনুষ্ঠিত হয়। সেই সভায় ঘোষণা করা হয় সেরা অফিসের নাম।
২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুযায়ী দীর্ঘ ১৮ বছর পর ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এপিএ অর্জন করে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ-১ এর আওতায় সদর দপ্তর, জোনাল, সাব জোনাল মিলে ৯ টি অফিস রয়েছে।  ৯টি অফিসের মধ্যে আছিম সাব জোনাল অফিস ১ম স্থান অর্জন করে। ১ম স্থান অর্জন করায়  আছিম সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মশিউর রহমানের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন সদর দফতরের  জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ আক্তার হোসেন।
এজিএম মশিউর রহমান বলেন, বর্তমান জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ আক্তার হোসেন, এসই মোঃ রেজাউল করিম (এসওডি), নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম (এসওডি) এর সুদক্ষ নেতৃত্বে দীর্ঘদিন পরে এ সফলতা অর্জিত হয়।
তিনি আরও বলেন, আছিম সাব জেনাল অফিসের সফলতার মূলমন্ত্র হল কর্মস্থলে নিজেকে কর্মীভাবা এবং সহকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা।
প্রতিষ্ঠাকালীন অর্থ বছরে (২০২০-২১) দ্বিতীয় স্থান অর্জন করে। ২০২১-২২ অর্থ বছরেও এ অফিস তৃতীয় স্থান অর্জন করে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই আছিম সাব জোনাল অফিস গ্রাহক সেবায় উল্লেখযোগ্য অবদান রেখেছে। এ  কৃতিত্বের দাবীদার অফিসের সন্মানিত গ্রাহক।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman