ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের শুরের পাড় গ্রামে ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হেরিং বন্ড রাস্তা উদ্বোধন কর হয়েছে। বৃহস্পতিবার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক প্রভাষক ফারজানা শারমিন বিউটি নতুন এ রাস্তা উদ্বোধন করেন। উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম, দুলাল মেম্বার সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদকবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।