ফুলবাড়িয়া : নব গঠিত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কমিটিতে ফুলবাড়িয়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন সম্মানিত সদস্য ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা উত্তর মহানগর আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ও সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের পিপি (ঢাকা) এডভোকেট গোলাম ছারোয়ার খান জাকির। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ ডাকবাংলোতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনের অনুষ্ঠান শেষে নেতাদের ফুল প্রদান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তর মহানগর আওয়ামী যুবলীগের সহ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মিঠু, মামুন হোসেন ও ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. আজহারুল ইসলাম প্রমুখ। ফুলবাড়িয়া উপজেলা, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :