সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:৪০ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : এ বছর থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসা শিক্ষার্থীদের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে।
পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
২০১৬ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা তদারকির দায়িত্বে কোন মন্ত্রণালয়ের কাছে থাকছে- সাংবাদিকদের এমন প্রশ্নর জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, জেএসসি-জেডিসি পরীক্ষা গত বছর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে। গত দু’দিন আগেও আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। অষ্টম শ্রেণি পর্যন্ত আমাদের আওতায় আসলেও এখনও প্রক্রিয়াগত অনেক কাজ বাকি। যার কারণে আমরা আলাদা কোন বোর্ড তৈরি করে পরীক্ষা নিতে পারব না।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আমরা যৌথভাবে এ পরীক্ষাটা নেব। যদিও পরীক্ষা পরিচালনার মূল দায়িত্ব থাকবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ই এটা করবে, এতে সহযোগিতা দেবে শিক্ষা মন্ত্রণালয়।
এবার থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই হচ্ছে এটা কি বলা যায়- এমন প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, হ্যাঁ, বলতে পারেন সেটা।
জেএসসি-জেডিসি পরীক্ষার সময়সূচিও এবার গণশিক্ষা মন্ত্রণালয় করছে কিনা- জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. হুমায়ুন খালিদ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা বসে পরীক্ষা সময়সূচি নির্ধারণ করব। শিগগিরই আমরা বসব।
পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা শেষ হওয়ার পরই সাধারণত জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়। গত দু’বছর ধরে প্রাথমিক সমাপনী ও জেএসসি-জেডিসি পরীক্ষা ফল একই দিন প্রকাশ করা হচ্ছে।
সূত্র আমাদের সময়