সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:০৯ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জুয়ার বোর্ড থেকে সরকারী চাকুরেসহ ১৫জুয়াড়ীকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। উপজেলার কেশরগঞ্জ বাজারে সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক মোজার দোকানঘরে শনিবার (১০সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার সময় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, সাবেক চেয়ারম্যানের দোকানঘরে নিয়মিত জুয়ার বোর্ড চলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঐ রাতে অভিযান চালিয়ে পুলিশ এস আই বাহাদুরের বাবা মো. আব্দুল মান্নান (৪৮) নিশ্চিন্তপুর, ডিসি অফিসের হিসাব রক্ষক জালাল উদ্দিন (৫৫) বড়খিলা, আ. জব্বারের পুত্র মাসুদ (৪২) কাওয়ালারা, রহিম উদ্দিনের পুত্র আ. আওয়াল (২৮) বাদীহাটী, তামেজ আলীর পুত্র জালাল উদ্দিন (৪০) বাদীহাটী, রাজ মাহমুদের পুত্র গাজী মিয়া (৩৫) শ্রীপুর, ওয়াজেদ আলীর পুত্র জালাল উদ্দিন (৪২) নাওগাও, নগেন্দ্রনাথ সাহা’র পুত্র তাপস (৩০) পলাশীহাটা, মৃত শহর আলীর পুত্র মোবারক হোসেন (৫০) বাদীহাটী, মোকছেদ আলীর পুত্র দুলাল মিয়া (৩৫) শ্রীপুর, সাগর আলীর পুত্র ইউছুফ আলী (২৮) বাদীহাটী, মোহাম্মদ আলীর পুত্র নুরু মিয়া (৫৫) নাওগাও, কছিম উদ্দিনের পুত্র আ. মালেক (৪৬) নিশ্চিন্তপুর, মহর আলীর পুত্র শুক্কুর আলী (২৯) বাদীহাটী, আ. কাদেরের পুত্র আজহার (৪৬) নিশ্চিন্তপুর। এ সময় জুয়ার বোর্ড হতে নগদ ৩৯হাজার ৬শ ৫৩টাকা ও খেলার তাস জব্দ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় নিয়মিত মামলা শেষে আজ রবিবার সকাল ১১টায় ময়মনসিংহ কোর্ট হাজতে প্রেরণ করা হয়।