রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪২ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ফুলবাড়ীয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে অবস্থিত জায়েদা মডেল প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে পুরস্কার বিতরণ ও দোয়া আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মো. নুরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্র ইফ্ফাদ ওবাইদ সাদ এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. চান মাহমুদ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহী জামে জমসিদের খতিব ও ইমাম মাও. মো. মেহেদী হাসান শামীম। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মো. মাহফিজুর রহমান, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মির্জা মো. শহীদুল্লাহ, মো. আমিরুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে রাজিত আহমেদ সোয়াদ, ৪র্থ শ্রেণীর ছাত্রী তাছনিয়া আফরোজ তাছনিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র দেবনাথ বিএসসি। সহযোগিতায় ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. শেখ সাদী, প্রধান শিক্ষক আফরোজা আক্তার লিলি ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে পেন্সিল বক্স, সিনিয়র শিক্ষক মো. আমিরুল ইসলামের পক্ষে থেকে ডিকসেনারী ও আর এফ এল কোম্পানীর পক্ষ থেকে গুডলাক বলপেন ৩০জন ছাত্র-ছাত্রীদের মাঝে অতিথিবৃন্দ বিতরণ করেন। বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহী জামে জমসিদের খতিব ও ইমাম মাও. মো. মেহেদী হাসান শামীম। সবশেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।