বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:১৬ পূর্বাহ্ন

জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি।

উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ডে জাপানের উত্তরাঞ্চলে কিছুক্ষণের জন্য বন্ধ ছিল ট্রেন চলাচল বন্ধ। এ ছাড়া বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়। বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

২০১৭ সালের পর এই প্রথম উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র জাপানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে উৎক্ষেপণ করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক ইয়োলও এই ঘটনার সমালোচনা করেছেন। জাপান এবং দক্ষিণ কোরিয়ার প্রধান নিজ নিজ জাতীয় নিরাপত্তা পরিষদে বৈঠক ডেকেছেন।

জাপানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইচকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় চার হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। চীনের উত্তর সীমান্তের কাছ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। – সুত্র- আমাদেরসময়

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman