বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:১৬ পূর্বাহ্ন
পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি।
উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ডে জাপানের উত্তরাঞ্চলে কিছুক্ষণের জন্য বন্ধ ছিল ট্রেন চলাচল বন্ধ। এ ছাড়া বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়। বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জাপানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইচকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় চার হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। চীনের উত্তর সীমান্তের কাছ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। – সুত্র- আমাদেরসময়