বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:১৫ পূর্বাহ্ন

জাতীয় সংসদ ভবন চত্বরে গাছের চারা রোপণ করলেন প্রবীন এমপি আলহাজ্ব মোসলেম উদ্দিন

ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি মহান স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সারাদেশে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মুজিববর্ষ-২০২০ উপলক্ষে ১৮ অক্টোবর জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষের চারা রোপণ করেন প্রবীন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন।
বৃক্ষরোপণ শেষে মোঃ মোসলেম উদ্দিন বলেন, বাংলাদেশ দুর্বারগতিতে এগিয়ে চলছে। মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।
সংসদ চত্বরে একটি নিম গাছের চারা রোপণ করে তিনি তাঁর অনুভূতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- ২০২০ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও পিডব্লিউডি’র সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman