রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ফুলবাড়ীয়া উপজেলার কৃতি সন্তান, ফুলবাড়ীয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা ‘ঢাকা প্রতিদিন’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুঞ্জুরুল বারী নয়ন ও ফুলবাড়ীয়া উপজেলার ১১নং রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামের বাসিন্দা, এনটিভি অন লাইন নিউজ এডিটর মো: গোলাম কিবরিয়া শিকদার বুধবার রাতে জাতীয় প্রেসক্লাবের সদস্য লাভ করেছেন। এক বছর আগে অস্থায়ী সদস্য লাভ করেছিলেন দু’ কৃতি সাংবাদিক।
অভিনন্দন : ফুলবাড়ীয়া উপজেলার দু’ কৃতি সন্তান, কলমযোদ্ধা মুঞ্জুরুল বারী নয়ন ও গোলাম কিবরিয়া শিকদার জাতীয় প্রেসক্লাবের স্থায়ী পদ লাভ করায় অভিনন্দন জানিয়েছেন ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি মো. নুরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধিমো. আব্দুস ছাত্তার, অন লাইন ‘ফুলবাড়িয়া নিউজ 24ডটকম’ প্রকাশক প্রবাসী কায়সারুল হক, সম্পাদক আলহাজ্ব ডা. মো. আব্দুর রাজ্জাক, সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি শেখ সাদী, সম্পাদক মো. নুরুল ইসলাম খান, বার্তা সম্পাদক মো. নজরুল ইসলাম, ফুলবাড়িয়া সাংবাদিক ও সাহিত্যিক কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব ডা. মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম স্বপন। নেতবৃ্ন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, তাদের মেধা ও নেতৃত্ব কাজে লাগিয়ে আগামীতে ফূলবাড়ীয়ার সাংবাদিকদের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবেন।