রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৯ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : বৃহস্পতিবার (১০মার্চ) ফুলবাড়ীয়া উপজেলা দুযোর্গ ব্যবস্থাপনা কমিটি ও এডিপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. নাসরিন আক্তার বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ীযা এডিপি’র প্রজেক্ট অফিসার (কৃষি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম রহুল আমীন প্রমূখ। আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা বি আর ডি বি অফিসার মো. শরিফুল ইসলাম।