সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৪২ অপরাহ্ন
গৌরীপুর প্রতিনিধি : ‘শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে এ উপলক্ষে এক মানববন্ধন হয়েছে। এতে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুভা বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লায়লা আক্তার, বাংলাদেশ মহিলা উন্নয়ন সমিতি উপজেলা শাখার সভানেত্রী রুবিয়া হেলাল, এডরা বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।