সোমবার, ২৯ মে ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ন
গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পাবলিক হলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারদের সাথে জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ফজলুল করিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকোৗশলী আব্দুল মান্নান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তারাপদ চক্রবর্তী, নির্বাচন অফিসার একেএম মূসা, গৌরীপুর অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নুরুল ইসলাম, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামূল হক সরকার, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মাওহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির প্রমুখ।