মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নে সোনাকান্দি গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহাম্মেদ ওরফে দুলাল ডাকাতের বাড়ীতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল সহ আমিনুল ইসলাম রিপন (৩৯) নামে এক যুবককে সোমবার (১০ অক্টোবর) রাতে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আমিনুলের বাড়ী নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ধলপা ইউনিয়নে। সে পুলিশের কাছে ওই ইউনিয়নের আ’লীগের ওয়ার্ড কমিটির সভাপতি বলে পরিচয় দিয়েছে।
জানা গেছে ময়মনসিংহের গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন রাতে উল্লেখিত দুলালের বাড়িতে অভিযান চালিয়ে তাকে পিস্তল সহ গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুলাল সহ ২/৩ জন সন্ত্রাসী পালিয়ে যায়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোর্শেদুল হাসান খান জানান, এব্যাপারে গৌরীপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :