রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৫ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত পল্লী সঞ্চয় ব্যাংকে স্থানান্তরের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদারের কাছে ৩টি প্রধান দাবী সম্বলিত স্মারকলিপি তুলে দেয়া হয়। এর মধ্যে বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীদের পল্লী সঞ্চয় ব্যাংকে প্রবিধান মোতাবেক দ্রুত আতœীকরণ, যাচাই-বাছাইয়ের নামে কোন কর্মকর্তা-কর্মচারীকে ছাটাই করা যাবে না, দ্রুত পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম শুরু করা। এসময় স্মারকলিপি তুলে দেন উপজেলা সমন্বয়কারী মো. শাহজাহান, ফিল্ড সুপারভাইজার গোলাম রাব্বানী, আনোয়ার হোসেন, জাকির হোসেনসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।