সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:১৫ অপরাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মধ্য ভালুকায় আব্দুল মতিন মাষ্টারের বাসায় শিশু গৃহপরিচারিকা শিরনা (৭) অমানবিক নির্যাতন সহ্য করতে না করে পালিয়ে আতœরক্ষা করেছে। বর্তমানে ওই নির্যাতিত শিশুটি গৌরীপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটনের নিকট হেফাজতে রয়েছে। জানা গেছে শিশুটির বাড়ি ভোলা জেলার মাঝেরচর ইউনিয়নের মাঝেরচর গ্রামে। শিশুটির পিতামৃত আলাউদ্দিন মাতা সালমা খাতুন। শিশুটি জানায় পিতার মৃত্যুর পর তার মায়ের অন্যত্র বিয়ে হয়। পরবর্তীতে স্থানীয় জনৈক মহিলা ৪/৫ মাস পূর্বে তাকে উল্লেখিত আব্দুল মতিন মাষ্টারের মেয়ে জুটির বাসায় গৃহপরিচারিকার কাজের জন্য নিয়ে আসে। শিশু মেয়েটি অভিযোগ করে বলে জুটি আন্টির বাসায় তাকে দিয়ে কঠোর পরিশ্রমের পাশাপাশি প্রতিনিয়ত তার ওপর অমানবিক নির্যাতন করা হতো। তাই গৃহকর্ত্রী জুটির নির্যাতন সহ্য করতে না পেরে শনিবার (১৯ নভেম্বর) বাসা থেকে সে পালিয়ে যায়। ঘটনার দিন ভোরে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদকের মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রী লিটা নতুন বাজার এলাকায় রাস্তায় কাঁদতে দেখে ওই মেয়েটিকে তাদের বাসায় নিয়ে আশ্রয় দেয়। পরে ওই দিন সন্ধ্যায় যুবলীগ নেতা ইকবাল হোসেন লিটন শিশুটিকে পুলিশের হেফাজতে রাখার জন্য থানায় নিয়ে যান। এসময় গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মদ বলেন ওই শিশুটি বাসা থেকে হারিয়ে যায় এই মর্মে আব্দুল মতিন মাষ্টার আজ থানায় একটি সাধারন ডায়রী করেন। লিটন জানায় উভয় পক্ষের উপস্থিতিতে আগামীকাল রবিবার সন্ধ্যায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। বর্তমানে শিশুটি আমার হেফাজতে রয়েছে। আব্দুল মতিন মাষ্টার সাংবাদিকদের জানান শিশু শিরিনাকে তার মেয়ে জুটির শ্বাশুড়ী ভোলা থেকে বাসার কাজের জন্য ৩ মাস পূর্বে পাঠিয়েছিল। শিশুটি যেসব অভিযোগ করেছে তা সমপূর্ন মিথ্যা। ঘটনাদিন ভোর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। এব্যাপারে গৌরীপুর থানায় জি,ডি করা হয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। #