রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৫ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ৪৫তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২৩আগস্ট) বিকেলে ফুলবাড়িয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়িয়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন এ্যাডভোকেট।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির সভাপতি এড. আজিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া সিদ্দিকা, পৌর মেয়র গোলাম কিবরিয়া। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছরিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, ফুলবাড়িয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই, ফুলবাড়িয়া কে. আই ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইউনুছ আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুছ ও ক্রীড়া শিক্ষক মো. নজরুল ইসলাম। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।