মশিউর রহমান, গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নতুন করারোপ ছাড়াই ২০১৬-১৭ অর্থ বছরে ৫১ কোটি ৩৪ লক্ষ ৮৪ হাজার ২১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে গৌরীপুর পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত বাজেট ঘোষনা করেন মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। পৌরসভার সচিব মোঃ তায়েব আলীর সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মুখলেছুর রহমান, সহকারি প্রকৌশলী মদন মোহন দাস, হিসাব রক্ষক মোঃ মঞ্জুরুল হক, প্যানেল মেয়র-১ দেওয়ান মাসুদুর রহমান খান, প্যানেল মেয়র-২ এস এম আলী আহাম্মদ, প্যানেল মেয়র-৩ শিউলী আক্তার, কাউন্সিলর আব্দুল কাদির, মাসুদ মিয়া রতন, এমরান মুন্সী, নুরুল ইসলাম, আতাউর রহমান আতা, সাইফুল ইসলাম রিপন, মহিলা কাউন্সিলর দেলোয়ারা আক্তার, জেসমিন আক্তার গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার সহ সকল সাংবাদিকবৃন্দ। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৫ লক্ষ ৮৮ হাজার ৭শ ৮৫ টাকা। স্থিতি ধরা হয়েছে ২৮ লক্ষ ৯৫ হাজার ২শ ৩৬ টাকা।
আপনার মতামত লিখুন :