বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ পূর্বাহ্ন
ওবায়দুর রহমান, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার উদ্যোগে ঈদের আগেই পৌঁছে দেওয়া হচ্ছে অসহায় ও দুস্থ ২০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী। রবিবার (১৭ই মে) দুপুরে পৌর পরিষদে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ৯০০ পরিবারের জন্য খাদ্য সহায়তার সাথে যুক্ত করে পৌরসভার ত্রাণ তহবিল থেকে আরো ১১০০ পরিবারের জন্য সর্বমোট ২০০০ পরিবারকে এই সহায়তা প্রদানের জন্য প্যাকেট করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে আছে ১০ কেজি চাল, সেমাই, চিনি ও গুঁড়ো দুধ ইত্যাদি। এ প্রসঙ্গে পৌর মেয়র বলেন, ‘যারা ১০ টাকা কেজি চালের কার্ড ও বিভিন্ন ধরণের সরকারি ভাতাসহ অন্যান্য সুবিধা পায়নি তাদেরকে সরকারি ট্যাগ অফিসারকে সাথে নিয়ে পৌর পরিষদের কাউন্সিলরদের মাধ্যমে ঈদের আগেই এই খাদ্য সহায়তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা পৌর পরিষদ আছি, আপনাদের সেবায়। দয়া করে ঘরেই থাকুন, আমাদের সহযোগিতা করুন।’