গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গৌরীপুর থানার পুলিশ সোমবার (২৯ আগস্ট) দুপুর ২টায় উপজেলার হিম্মত নগর গ্রামের নারায়ন বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১ কেজি ১শ গ্রাম ওজনের পিতলের গনেশ মূর্তি জব্দ করেছে। নারায়ন বিশ্বাস জানান প্রায় ২ বছর পূর্বে পূজার জন্য উক্ত মূর্তিটি তিনি পাশ্ববর্তী দেশ ভারত থেকে ৫শ রূপী দিয়ে ক্রয় করেছিলেন। মূর্তিটি বাড়িতে আনার পর এলাকার কিছু দুষ্ট প্রকৃতির লোক এটাকে স্বর্নের মূর্তি ভেবে নিয়ে যাওয়ার চেষ্টা সহ তাকে বিভিন্ন হুমকী প্রদর্শন করে। অবশেষে নিরূপায় হয়ে তিনি উক্ত মূর্তিটি গৌরীপুর থানার এস আই দেলোয়ার হোসাইনের মাধ্যমে থানায় হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা রুকুনোজ্জামান পল্লব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্যামল কর সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :