সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:৫২ অপরাহ্ন

গৌরীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে জঙ্গিবাদ বিরোধী সভা

mayar-03.09গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী’ সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ডঃ মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার মেযর সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র-৩ মোছাঃ শিউলি চৌধুরী, পৌর কাউন্সিলর আতাউর রহমান, টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর (গণিত) আলমগীর হোসেন প্রমুখ। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন জঙ্গিবাদী ও সন্ত্রাসীরা দেশ এবং জাতির শত্রু। জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman