বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত করার লক্ষে উপজেলা প্রশাসন ও সোস্যাল ইউনিটি ফর নার্সিং (সান) এর সহযোগীতায় সোমবার (২১ নভেম্বর) বিকেলে সমাবেশ ও গণশপথ হয়েছে। গৌরীপুর পৌর মেয়র ও বাল্য বিয়ে প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারন সম্পাদক বিধু ভুষন দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহিম, সানের নির্বাহী পরিচালক এইচ এম খায়রুল বাসার, পরিচালক ওবায়দুর রহমান, গৌরীপুর ইসলামাবাদ মাদ্রাসার অধ্যক্ষ রুকন উদ্দিন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, এস আই খালেদুজ্জামান, কাজী আব্দুল বারী প্রমুখ। সমাবেশ শেষে বাল্য বিয়ে প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান ইউএনও মর্জিনা আক্তার।