রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫২ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আখতার মোর্শেদকে প্রত্যাহারের জন্য পুলিশ হেড কোয়ার্টারকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব মোঃ মিজানুর রহমানের স্বাক্ষরিত পত্রে জানা গেছে, ময়মনসিংহ-৩ শূন্য আসনে জাতীয় সংসদের নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বর্তমান গৌরীপুর অফিসার ইনচার্জকে জরুরী ভিত্তিতে অন্যত্র বদলী করে তৎস্থলে একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে পদায়ন করার জন্য নির্দেশ প্রদান করেছেন নির্বাচন কমিশন। উক্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষে নির্বাচন কমিশনকে অবগত করার জন্য অনুরোধ করা হয়েছে। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার অদ্য সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।