রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৭ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের বর্ধনপাড়া গ্রামে নিজ ঘরে সূর্যের নেছা (৮০) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে গৌরীপুর থানার পুলিশ ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। নিহত বৃদ্ধা উল্লেখিত গ্রামের মৃত আব্দুল মিয়ার স্ত্রী। এক্ষেত্রে এলাকায় গুঞ্জন উঠেছে ওই বৃদ্ধার পুত্রবধূ নূরজাহান বেগম (৩২) পরিকল্পিতভাবে তার শ্বাশুড়ীকে হত্যা করে পালিয়ে গেছে। স্থানীয় লোকজন জানায় নূর জাহান প্রতিনিয়িত তার শ্বাশড়ীকে নির্যাতন করতো। সোমবার সকালে প্রতিবেশীরা নিজ ঘরে বৃদ্ধা সূর্যের নেছার লাশ দেখে পুলিশকে খবর দেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মদ জানান নিহত ওই বৃদ্ধার পুত্র হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এই মৃত্যুর ঘটনাটি হত্যা না আতœহত্যা এ বিষয়ে ময়না তদন্তের আগে কোন কিছু বলা সম্ভব নয়। এব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।