সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরিপুর থেকে : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার ৫ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন।
সাজাপ্রাপ্তরা হলো উপজেলার শালদিঘা গ্রামের মৃত ওয়াহেদ আলী শেখের পুত্র সবুজ মিয়া (৪০), মইলাকান্দার মৃত সামেদ আলীর পুত্র হাসিম উদ্দিন (৫৫), ঝিনাইকান্দির মৃত আফতাব উদ্দিনের পুত্র রিপন মিয়া (২৫), মইলাকান্দার মৃত হিরণ কংকরের পুত্র ভটাই কংকর (৪৫) ও মৃত রুক্কু মিয়ার পুত্র ফজলু মিয়া (৫০)। তাদের মধ্যে ৪ জনকে ২ মাসের ও ১ জনকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। ময়মনসিংহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরীপুর সার্কেলের ইন্সপেক্টর কানিজ ফাতেমার নেতৃত্বে বুধবারে অভিযান চালিয়ে গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ থেকে মাদকদ্রব্য সহ ৫ সেবীকে গ্রেফতার করা হয়।
সম্পাদনায়- আব্দুস ছাত্তার, ১৮০০, ১২মে, ২০১৬