রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৮ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৪৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে পাবলিক হলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ইউএনও মর্জিনা আক্তারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ এমপি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু বিধু ভুষণ দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, আবুল কালাম, মাজাহারুল আনোয়ার ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হান।