সোমবার, ২৯ মে ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় ৩টি ডাযগনোস্টিক সেন্টারকে বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার। অভিযানকালে গৌরীপুর ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না করায় ২ হাজার টাকা, সোমা প্যাথলজির পরিবেশ নোংরা থাকায় ৫ হাজার টাকা, কালীপুর মধ্যম তরফে ডাঃ গিয়াস উদ্দিনের বাসায় পরিচালিত সাকীফ প্যাথলজির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও অত্যন্ত নোংরা পরিবেশের কারনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অভিযানের খবর পয়ে শহরের ময়মনসিংহ ডায়গনোস্টিক সেন্টারের লোকজন তালাবন্দি করে সটকে পড়ে।