রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১১ আগস্ট) আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপজেলা কৃষি অফিস চত্বরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পাবলিক হলে উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ এমপি, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদিকুর রহমান, উপজেলা আ’লীগের সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক বিধু ভুষন দাস,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাশিম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। পরে উপজেলা কৃষি অফিস চত্বরে ফিতা কেটে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন শেষে বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ।