সোমবার, ২৯ মে ২০২৩, ১২:০২ অপরাহ্ন

গৌরীপুরে ১২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

gaza-24-10গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ গাঁজাসহ হেমন্ত দাস (২৭) নামে এক যুবককে আটক করেছে। রবিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় উপজেলার কলতাপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকৃত যুবক ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা বাজার ইউনিয়নের নসশাই পাড়া গ্রামে মাখন দাসের পুত্র। সে পুলিশের কাছে জানায় ঘটনারদিন রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার বাজার থেকে জনৈক ইউসূফ আলী নামে এক ব্যক্তি তার মিনি পিকআপ ভ্যানে ( ঢাকা মেট্রো-ন-১৬-১০৬৬) শম্ভুগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশে ওই গাঁজা বহন করেছিল। কলতাপাড়া বাজারে সোয়াদ পেট্রল পাম্পে পেট্রল নেয়ার নেয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি সটকে পড়ে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোর্শেদুল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও এস আই খালেদুজ্জামান সহ সঙ্গীয় পুলিশ কলতাপাড়া বাজারে অভিযান চালিয়ে ওই যুবককে গাঁজা সহ আটক করেন। এসময় গাঁজা বহনকারী মিনি পিকআপ ভ্যানটিকে জব্দ করা হয়। তিনি বলেন ওই পিকআপ ভ্যানে কেবিনের ভেতরে সুকৌশলে বস্তার ভেতরে কসটেপে মোড়ানো অবস্থায় ১২টি প্যাকেটে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। আটককৃত হেমন্ত দাস নিজেকে পুলিশের কাছে ভিকআপ ভ্যান চালক হিসেবে পরিচয় দিয়েছে। #

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman