মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৩:৪৭ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ শেখ হাসিনার বাংলাদেশ ,ক্ষুধা হবে নিরুদ্দেশ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নে দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরনের উদ্বোধন করা হয়েছে। (২৩ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন আহমেদ এমপি। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল হাসান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিধু ভুষন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহি দাস আচার্য্য ,সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, অচিন্তপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর, উপজেলা খাদ্য কর্মকর্তা তারাপদ চক্রবর্তী প্রমুখ্্।