মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে রামপুর-গৌরীপুর সড়কে বেকারকান্দা নামক স্থানে রবিবার সকালে অটো রিকসা উল্টে গিয়ে ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার ভূটিয়ারকোনা গ্রামের খোকন মিয়া (৪৫), রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল কদ্দুছ (৫৫), মাওহা গ্রামের রুমেলা খাতুন (৫০)। আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক ভর্তি করা হয়েছে। এলাকাবাসী অটো রিকসাটিকে আটক করেছে। অটো রিকসার চালক কিল্লা তাজপুর গ্রামের সাইফুল ইসলাম এসময় পালিয়ে যায়।
আপনার মতামত লিখুন :